সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি উল্লেখযোগ্য মাধ্যমের অন্যতম একটি হচ্ছে ভাইবার। শুরু থেকে এর জনপ্রিয়তার কমতি নেই। ক্রমশই ভাইবারের ব্যবহারকারী বেড়েই চলেছে। অল্প নেটওয়ার্কে পরিষ্কার ও স্বচ্ছ শব্দ পাওয়া যায় বলে ভাইবারের জনপ্রিয়তা আমাদের বেশে আরও বেশি।
ভাইবার মূলত স্মার্টফোনে ব্যবহারের জন্য একটি এপ্লিকেশন সফটওয়্যার। কিন্তু গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এটি কম্পিউটারেও ব্যবহারের সুবিধা চালু করেছে। মূলত কিভাবে কম্পিউটারে ভাইবার ব্যবহার করা যায় এই নিয়েই আমাদের আজকের এই পোষ্টটি।
চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত-
১. প্রথমেই কম্পিউটারে ভাইবার ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। সেজন্য একটি ব্রাউজার ওপেন করুন।
২. ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন www.viber.com/download অথবা এখানে ক্লিক করুন।
৩. উইন্ডোজ অথবা ম্যাক কোন কম্পিউটারে ব্যবহার করতে চান তার নামের উপর ক্লিক করুন। ভাইবার এর ইন্সটল ফাইল ডাউনলোড হবে। ফাইলটি ইন্সটল করুন।
৪. ইন্সটল শেষে ডেস্কটপে থাকা অবস্থায় স্টার্ট বাটনে ক্লিক করুন।
৫. স্টার্ট মেন্যুতে থেকে ভাইবার এ্যাপটি খুঁজে বেড় করুন। না পাওয়া গেলে সার্চ বক্সে viber লিখে সার্চ করুন।
৬. অ্যাপ ওপেন করার পর এমন একটি উইন্ডো আসবে। এখান থেকে Yes ক্লিক করুন। মনে রাখবেন ভাইবার পিসিতে ইউজ করতে হলে অবশ্যই আপনার ফোনে ইন্সটল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে No ক্লিক করে পরবর্তী পন্থা অবলম্বন করুন।
৭. Enter your phone number হেডলাইনের নিচের বক্সে আপনার মোবাইল নম্বর দিয়ে Continue বাটনে ক্লিক করুন।
৮. ভাইবার পিসিতে একটিভেশন এর জন্য একটি কিউ আর কোড শো করবে। এবার আপনার স্মার্টফোন হাতে নিলেই দেখতে পারবেন স্ক্যানার ওপেন হয়ে আছে। সেটি দিয়ে কম্পিউটারের স্ক্রিনে থাকা কোডটি স্ক্যান করুন।
৯. এবার মোবাইলের পুরাতন চ্যাট এবং কল হিস্টোরি কম্পিউটারের সাথে সিনক্রোনাইজ করতে Sync বাটনে ক্লিক করুন। সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন করতে মোবাইল ফোন হাতে নিন।
১০. মোবাইলের নোটিফিকেশনে থাকা Sync Activation এ ক্লিক করে Sync বাটনে ট্যাপ করুন।
ব্যাস! এবার থেকে আপনার ভাইবার একাউন্টটি মোবাইলের পাশাপাশি কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন খুব সহজেই।