বিশ্ব বিখ্যাত প্রযুক্তিনির্মাতা প্রতিষ্ঠান আসুস (ASUS) সম্প্রতি তাদের জেনফোন (Zenfone) সিরিজের নতুন একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। যার নাম ও মডেল ASUS Zenfone Max Pro M2.
২০১৮ সালের সেরা স্মার্টফোনের মধ্যে এটি অন্যতম একটি। পিউর স্টক এ্যন্ড্রয়েড সিস্টেম চালিত মোবাইল ফোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ লাইট। সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল কামেরা সাথে উজ্জ্বল এলইডি ফ্ল্যাশ লাইট এবং স্ন্যাপড্রাগনের ৬৬০ প্রসেসর। ৩/৩২, ৪/৬৪ ও ৬/১২৮ জিবি স্টোরেজে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। ৬.২ ইঞ্চির ডিসপ্লে তে উপরে রয়েছে নচ। ফোনটি ব্যবহারে যে কেউ বেশ কমফোর্ট ফীল করতে পারবেন।
ফোনটি বাজারে ছাড়ার ১০ দিনের মধ্যে একটি ওটিএ আপডেট এর মাধ্যমে বেশ কিছু নতুন ফিচার সংযুক্ত করে দিয়েছে। এই আপডেট টিতে যা পাবেন তার মধ্যে সামনের ক্যামেরাতে প্রোট্রেইট মুড বেশ গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের ট্রেন্ড হচ্ছে পোট্রেইট ফটোগ্রাফি করা। তাই আপডেট করে নিন যতো তাড়াতাড়ি সম্ভব। দেখে নিন কিভাবে আপডেট করবেন আপনার আসুস ম্যাক্স প্রো এম ২ মোবাইলটি।
১. মোবাইলের অ্যাপ ড্রয়ার থেকে Setting অ্যাপটি ওপেন করুন।
২. সেটিং থাকা অবস্থায় নিচের দিকে স্ক্রল করুন।
৩. একেবারে নিচে থাকা System অপশনে ট্যাপ করুন।
৪. সিস্টেম আপডেট এর ভেতরে বেশ কিছু অপশন পাবেন। এখান থেকে System Update এ টাচ অ্যান্ড ট্যাপ করুন।
৫. Zenfone লগোসহ নতুন একটি উইন্ডো আসবে। এখানে Check Now নামে একটি বাটন পাবেন। এটিতে টাচ করুন।
৬. আপনার ডিভাইস এর আপডেট সার্চ করবে। কিছুক্ষণ সময় লাগতে পারে। আপডেট চেক করা হয়ে গেলে অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হতে বেশ খানিকটা সময় লাগবে। ডাউনলোড হয়ে গেলে এবার ইন্সটল করার পালা। ইন্সটল করার জন্য Reboot করতে বলা হবে। reboot এ ট্যাপ করুন। আপনার ডিভাইসটি বন্ধ হয়ে যাবে এবং আপডেট ইন্সটল হতে থাকবে। কিছুক্ষণ সময় দিন। আপডেট ইন্সটল শেষে ডিভাইস আপনাআপনি অন হবে। আপডেট ইন্সটল চলাকালীন সময়ে ভুলেও ফোন অন করার চেষ্টা করবেন না। এতে আপনার ফোনটি ব্রিক করতে পারে।