কম্পিউটারে সময় ও তারিখ পরিবর্তন করাটা খুব কঠিন কিছু না। এই বিষয়টি কমবেশি আমরা সবাই জানি। কিন্তু যারা কম্পিউটারের নতুন ব্যবহারকারী তাদের জন্য এই বিষয়টি কিছুটা হলেও সাহায্যপূর্ণ।
তাদের জন্যেই এই পোষ্টটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আপনার উইন্ডোজ কম্পিউটারের সময় ও তারিখ পরিবর্তন করতে পারবেন।
১. কম্পিউটারের ডেস্কটপে থাকা অবস্থায় স্টার্ট আইকনে ক্লিক করুন।
২. স্টার্ট মেন্যু থেকে গিয়ার আইকন (যাকে আমরা সেটিং আইকন বলে থাকি) ক্লিক করুন।
৩. সেটিং এর উইন্ডো প্রদর্শিত হবে। এখান থেকে Time & Language এ ক্লিক করে ভেতরে প্রবেশ করুন।
৪. এই উইন্ডো থেকে আপনি সময় ও তারিখ সবই পরিবর্তন করতে পারবেন। সময় ও তারিখ পরিবর্তন করতে Change date and time হেডলাইনের নিচে থাকা Change বাটনে ক্লিক করুন।
৫. একটি পপ আপ উইন্ডো প্রদর্শিত হবে। এখান থেকে তারিখ ও সময় নির্ধারন করে অতঃপর Change বাটন ক্লিক করুন। নির্ধারিত সময় ও তারিখটি সেট হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে অটোমেটিক সময় ও তারিখ সেট করতে পারবেন। সেজন্য ৪ নং ছবির স্ক্রিনে থাকা অবস্থায় set time automatically বাটনে ক্লিক করে অন করে দিন। এটি আপনার ইন্টারনেট সংযোগ এর উপর ভিত্তি করে সময় ও তারিখ নির্ধারন করে দিবে।