স্মার্টফোন এখন মানুষের হাতে হাতে। নিত্য নতুন সুবিধার সাথে সাথে আমরা নতুন নতুন মোবাইল ফোন ব্যবহার করে থাকি। এক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটি আমরা অনুধাবন করি তা হচ্ছে কন্টাক্টে থাকা সকল মোবাইল নাম্বার নিয়ে।
একটা একটা করে নাম নাম্বার নিয়ে নতুন ফোনে সেভ করাটা শুধু ঝামেলা না, বেশ সময় সাপেক্ষ। ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যায় তাদের কন্টাক্ট লিস্টে হাজারখানেক নাম্বার থাকেই। আবার অনেকের এর চাইতেও বেশি থাকে। সেক্ষেত্রে এতগুলো নাম্বার নতুন ফোনে নেওয়াটা অনেকটাই অসাধ্য ব্যাপার।
এই ধরনের সমস্যা এড়িয়ে চলতে আপনার মোবাইল ফোনের কন্টাক্ট থেকে ব্যাকআপ অপশনটি ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে কয়েক কিলোবাইটের একটা ফাইল নতুন ফোনে ট্রান্সফার করলেই পুরাতন ফোন থেকে নতুন ফোনে সব কন্টাক্ট পেয়ে যাবেন। আজকের এই পোষ্টে দেখাবো কিভাবে এই কাজটি করা যায়। দেখে নিন তাহলে-
১. অ্যাপ ড্রয়ার থেকে Contacts অ্যাপটি ওপেন করুন।
২. কন্টাক্ট লিস্ট ওপেন হবে। উপরে ডানদিকে থাকা তিনটি ডট চিহ্নে ট্যাপ করুন।
৩. প্রদর্শিত শর্ট উইন্ডো থেকে Import/Export Contacts এ ট্যাপ করুন। অনেক স্মার্টফোনে আবার এই অপশনটি Setting এর ভেতরে থাকে। সেক্ষেত্রে প্রথমে Setting এ ট্যাপ করে ভেতরের অপশন থেকে Import/Export Contacts খুঁজে বেড় করুন।
৪. এখান থেকে Export ট্যাবে গিয়ে Export to storage এ ট্যাপ করুন।
৫. পপ আপ উইন্ডো তে জিজ্ঞেস করবে আপনার ডিভাইসে থাকা কন্টাক্ট গুলো স্টোরেজে Export করতে চান কিনা। এখান থেকে OK ট্যাপ করুন।
৬. একটি .vcf এক্সটেনশন দেওয়া নামে ফাইলটি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে সেভ হয়ে থাকবে। উপরে নোটিফিকেশন প্যানেলে দেখে কনফার্ম হয়ে নিন ব্যাকআপ হয়েছে কিনা।
৭. ফোনের ইন্টারনাল স্টোরেজে একেবারে নিচের দিকে এই ফাইলটি খুঁজে বেড় করুন। এই ফাইলটি ব্লুটুথ অথবা অন্য যে কোন মাধ্যম ব্যবহার করে নতুন মোবাইলে ট্রান্সফার করে নিন। নতুন ফোনের স্টোরেজ এর ব্লুটুথ ফোল্ডার থেকে ফাইলটি বেড় করে এটিতে ক্লিক করুন। কন্টাক্ট গুলো আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি।