ফেসবুক সরাসরি ভিডিও ডাউনলোড করার জন্য কোন মাধ্যম রাখেনি এটা আমরা সবাই জানি। ফেসবুক থেকে বিভিন্ন উপায়ে ভিডিও ডাউনলোড করা যায় এটাও জানি। এতগুলো উপায়ের মধ্যে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ একটি উপায় যার মাধ্যমে খুব সহজেই ফেসবুক অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করা যাবে।
এরজন্য একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে যার নাম Snaptube. এটি ফ্রি ভার্সনের চাইতে Pro ভার্সনটি বেশ কার্যকরী। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিন।
এবার নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

১. অ্যাপ ড্রয়ার থেকে Facebook অ্যাপটি ওপেন করুন।

২. উপরে থাকা আইকনগুলো থেকে টিভি আইকনে ট্যাপ করুন। অথবা যেখান থেকে ভিডিও ডাউনলোড করতে চান সেই পেইজে যান।

৩. কাঙ্খিত ভিডিও ওপেন করে ডানদিকে উপরে থাকা তিনটি ডট দেয়া Option আইকনে ট্যাপ করুন।

৪. প্রদর্শিত অপশন গুলো থেকে নিচের দিকে থাকা Copy Link অপশন সিলেক্ট করুন।

৫. এবার স্ক্রিনে থাকা অবস্থায় ডানদিকে নিচের কোনায় এরকম একটি হলুদ আইকন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।

৬. ফেসবুক অ্যাপ থেকে বেড়িয়ে অটোমেটিক্যালি স্ন্যাপটিউব অ্যাপটি ওপেন হবে এবং এই লিংকে চলে আসার সাথে সাথে ডানদিকে নিচে আবারও একই ডাউনলোড আইকন প্রদর্শিত হবে। এখানে ক্লিক করুন।

৭. যেই রেজ্যুলেশন বা কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করুন।

৮. ডান দিকে নিচে ডাউনলোড লিখা অপশনে ট্যাপ করুন।

৯. ব্যাস! এবার উপর থেকে নোটিফিকেশন প্যানেল নামিয়ে দেখুন আপনার কাঙ্খিত ভিডীওটি ডাউনলোড হচ্ছে।