কাপড় ধোয়া নিয়েও যে আলাদা নিয়ম মানতে হয় এটা কি কখনও আমাদের ধারনায় ছিলো?
সাধারণত সব কাপড় একই বালতিতে ডিটারজেন্ট মিশ্রিত পানিয়ে ধুয়ে অভ্যস্ত আমরা। এভাবে কাপড় ধোয়ার ফলে কাপড়ের রঙ উঠে যাওয়া, সুতা তাড়াতাড়ি নষ্ট হওয়া, কাপড়ের জীবনকাল কমে যাওয়ার মতো নানান ধরণের সমস্যায় পড়তে হয়। কাপড় একই সাথে ভিজিয়ে রাখার ফলে কখনও কখনও রঙ উঠে অন্য কাপড়ে লেগে কাপড়টি আর পড়ার যোগ্য থাকেনা!
সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে কাপড় ধুয়ে নিলে আর এরকম বিড়ম্বনার শিকার হতে হবেনা। চলুন দেখে নেওয়া যাক কাপড় ধোয়ার সঠিক নিয়ম-
১. কাপড় আলাদা করাঃ কাপড় ধোয়ার আগে প্রথমেই যে কাজটি করতে হবে তা হচ্ছে ধরণ অনুযায়ী কাপড়গুলো আলাদা করে নেওয়া। যেমন সুতি, সিল্ক, কালার ইত্যাদি। রঙ উঠা থেকে মুক্তি পাওয়ার জন্য গাঢ় রঙের কাপড় ও হাল্কা রঙের কাপড় আলাদা করে নেওয়া উচিত কেননা সাধারণত গাঢ় রঙের কাপড়গুলো ডিটারজেন্টে ভিজিয়ে রাখলে রঙ নিষ্কৃত হয় এবং অন্য কাপড়ের সাথে মিশে যায়।
২. গরম পানির ব্যবহারঃ কাপড় ধোয়ার জন্য কমবেশি সবাই গরম পানি ব্যবহার করে থাকি কিন্তু আমরা জানিনা কোন কাপড়ের জন্য কতটুকু গরম পানির প্রয়োজন হয়। মাত্রাতিরিক্ত গরম পানি ব্যবহারে কাপড়ের রঙ ও সুতা উভয়ই নষ্ট হয়ে যায়। সুতি কাপড়ের জন্য মোটামুটি ভালো গরম পানি, রঙিন কাপড়ের জন্য কুসুম গরম পানি এবং সিল্কের কাপড়ের জন্য গরম পানির প্রয়োজন নেই।
৩. ডিটারজেন্ট এর ব্যবহারঃ কাপড় ধোয়ার জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান হচ্ছে ডিটারজেন্ট পাউডার যা কাপড়ের ময়লা পরিষ্কারের জন্য ব্যবহৃত একধরণের রাসায়নিক দ্রব্য। ডিটারজেন্ট এর ব্যবহার কাপড়ের ধরণ অনুযায়ী ভিন্ন পরিমাণের রাখা উচিত। এতে কাপড়ের গুণগত মান রক্ষা হয় ও কাপড়ের ক্ষতি হয় না। সুতি ও রঙিন প্রতি দুইটি কাপড়ের জন্য এক চা চমচ পরিমাণ ডিটারজেন্ট নিতে হবে এবং সিল্কের কাপড় প্রতি চারটির জন্য এক চা চামচ পরিমাণ ডিটারজেন্ট নিতে হবে।
৪. ভিজিয়ে রাখার সময়ঃ কাপড় ধোয়ার আগে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখারও আলাদা নিয়ম রয়েছে। কেননা গরম পানিতে বেশি সময় কাপড় ভিজিয়ে রাখলে তাতে কাপড়ের ক্ষতি হয় সেক্ষেত্রে সুতি কাপড় ভালো পরিষ্কারের জন্য ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে তারপর কেচে নিন। রঙিন কাপড় ২০ মিনিটের বেশি সময় রাখা উচিত নয় এবং সিল্কের কাপড় ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে ধুয়ে ফেলা উচিত।
৫. কাপড় ধোয়া এবং শুকানোঃ কাপড় ধোয়ার ক্ষেত্রে সুতি ও রঙিন কাপড় ময়লা পরিষ্কার না হওয়া অবধি ভালো করে রগড়াবেন তবে খেয়াল রাখতে হব যেন রঙ না উঠে যায়। সিল্কের কাপড় রগড়াবেন না, আলতো করে ঘষে নিন। সব ধরণের কাপড় ঠান্ডা পানিতে ভালোমতো ধুয়ে নিন যাতে ফেনা না থাকে। রঙিন কাপড় কড়া রোদে শুকাবেন না এতে রঙ জ্বলে যাবার সম্ভাবনা আছে। সুতি কাপড় রোদে শুকানো যাবে। তবে যে কোন ধরণের কাপড় হাল্কা রোদ বাতাস আছে এমন স্থানে শুকানো উচিত এতে কাপড়ের রঙ ভালো থাকে।